ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

প্রকাশিতঃ 7:51 pm | March 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ত্রিশালে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার চেলের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহণের একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালের আলো/ওএইচ