কেন্দীয় প্রয়াস’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশিতঃ 7:22 pm | March 21, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা সেনানিবাসের প্রয়াস প্রাঙ্গনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৫টি বিশেষ শিক্ষা স্কুল (স্কুল অব অটিজম, স্কুল অব ফিজিক্যালি চ্যালেঞ্জড, স্কুল অব ভিজুয়্যাল ইমপেয়ারমেন্ট, স্কুল অব হেয়ারিং ইমপেয়ারমেন্ট, স্কুল অব ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জড), প্রত্যয় ইনক্লুসিভ ইংলিশ মিডিয়াম স্কুল, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এ্যাডাল্ট লেইজার এন্ড লার্নিং প্রোগ্রাম, বৈকালীক বিশেষ শিক্ষা স্কুল এবং উচ্চ শিক্ষা কার্যক্রম (প্রয়াস ইনষ্টিটিউট অব স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ, পাইজার) এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী ও সকলকে শান্তনা পুরস্কার দেয়া হয়।

পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথির বক্তব্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান বিশেষ শিশুদের অসামান্য কৃতিত্বে শিশুসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

এছাড়া তিনি প্রয়াস’র বহুমুখী কার্যক্রমকে আরো এগিয়ে নিতে সমাজের বিত্তবান ব্যক্তিসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় প্রয়াসের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোঃ নুরুল হুদা ও কেন্দ্রীয় প্রয়াস এর পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম রেজাউল মজিদ।

অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএইচএ