ময়মনসিংহে ছাত্রলীগ নেতা আরিফের নেতৃত্বে আনন্দ র্যালী
প্রকাশিতঃ 8:01 pm | March 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক ও সদ্য বিদায়ী শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের আয়োজনে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি বের করে।
রোববার (১৭ মার্চ) নগরীর কাচারীঘাট জিরোপয়েন্টে এলাকা হতে বের হওয়া র্যালিটির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু।
মহানগর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র টিটু বলেছেন, বঙ্গবন্ধু সত্যের পথ অবলম্বন করেছেন, সত্য থেকে বিচ্যুত হননি। তাই আজকের প্রজন্মের সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শ ও মূল্যবোধের সেতুবন্ধন তৈরি করে দিতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তা অব্যাহত রেখে আমাদের দায়িত্ববোধের প্রমাণ রাখতে হবে। আমাদের দায়িত্ব পূরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু সাধারণ মানুষের প্রতি যে মমতা ও অঙ্গীকার রেখেছেন- অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের সবাইকে কর্মের মধ্য দিয়ে সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাঙ্গালী জাতি এই স্বাধীন দেশ পেত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন হতে চলেছে। বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের দোয়ারে পৌছে যাচ্ছে।’
সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন আরিফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা ধারণ করে দেশপ্রেমের আদর্শে নিজেদের জীবন গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমেই জন্ম দিবস উদযাপন সার্থক হবে। ১৯২০ সালের ১৭ মার্চ জন্মের পর থেকে সংক্ষিপ্ত জীবনে পর্যায়ে পর্যায়ে অনেক চড়াই উৎড়াই পেরিয়ে বঙ্গবন্ধু যে অসামান্য অবদান রেখে গেছেন, তা অনন্য দৃষ্টান্ত।
তিনি আরও বলেন,‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ রাষ্ট্র পরিচালনার জন্যই এগুলো সম্ভব হয়েছে।’
বক্তব্য শেষে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন আরিফের নেতৃত্বে বের হওয়া র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ফের কাচারীঘাট জিরোপয়েন্টে এসে শেষ হয়।
র্যালীতে এছাড়াও ছাত্রলীগ নেতা রুবেল আহম্মেদ, ফরহাদ হোসেন রানা, সুকান্ত সেন মন্টি, আরিয়ান, আশিক তন্ময়, আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সজল শেখ, মো: ওমর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ