ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয়: উপাচার্য

প্রকাশিতঃ 3:41 pm | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পুনর্নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ’ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম-সময় ও মেধার যে খরচ হয়েছে তার প্রতি অসম্মান জানাতে পারি না। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপাচার্য কার্যালয় থেকে বের হবার সময় তিনি এসব কথা বলেন।

ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নেবে না।

এর আগে নুর, লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজির, অরণী সেমন্তী খান, ফারুক খানসহ বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রায় ১১ জন উপাচার্য কার্যালয়ে যান। সেখানে তারা উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন।

পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।

কালের আলো/এমএইচএ