মাদক কারবারিদের কঠিন পরিণতি ভোগ করতে হবে : আইজিপি

প্রকাশিতঃ 10:37 am | March 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাদক কারবারিদের আবারো সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

স্পষ্টভাবে তিনি বলেছেন, মাদক কারবারিরা আত্মসমর্পণ করলে সরকার তাদের সহায়তা দেবে। আর আত্মসমর্পণ না করলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে।

আরো পড়ুন:
পুলিশ সদস্যদের আচার-ব্যবহারে সন্দেহ হলেই ডোপ টেস্ট : আইজিপি

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে বগুড়া পুলিশ লাইন্স মাঠে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাদক বিক্রেতাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি অনুসরণ করছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। এই উন্নয়নের পথে অন্যতম বাধা মাদক ও জঙ্গিবাদ। ইতোমধ্যে সবার সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূলে সফলতা এসেছে।

তিনি বলেন, ইতোমধ্যে সবার সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূলে সফলতা এসেছে। তবে দেশকে মাদকমুক্ত করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ঠ নয়। কারণ মাদক সমাজের প্রতিটি স্তরে প্রবেশ করেছে। মাদক নির্মূলে পুলিশের পাশে নাগরিক হিসেবে সকলকে দায়িত্ব পালন করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজকে মাদকমুক্ত করা সম্ভব নয়।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, একসময় দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা হয়েছিল। পুলিশ তা রুখে দিয়েছে। আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এ দেশে যেন না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন। এ দেশের মানুষকে শান্তিতে থাকতে ও নিরাপদে রাখতে প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা।

আইজিপি আরও বলেন, ২০১৩ সালে সন্ত্রাস করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালানো হয়েছিল। সবার সহযোগিতায় পুলিশ জঙ্গিবাদ রুখে দিয়েছে। এরপর যখন দেশ ঘুরে দাঁড়িয়েছে, তখন আবার জঙ্গিবাদের মাধ্যমে একই ষড়যন্ত্র করা হয়। তবে তা সবার প্রচেষ্টায় রুখে দেওয়া হয়েছে। এখন দেশকে মাদকমুক্ত করার পালা।

বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে জেলার পুলিশ সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন। অনুষ্ঠানে র‌্যাব-১৩ এর পরিচালক মোজাম্মেল হক, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আবদুল জলিল, মোকবুল হোসেন, সফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী, গাজিউর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ (পুনাক) সভানেত্রী আইজিপি পত্নী হাবিবা জাবেদ জেলা পুনাকের উদ্যোগে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং পুনাক সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি পত্নী দিলরুবা খুরশীদ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার পুলিশ সুপার পত্নী রোমানা আশরাফ। পুলিশ প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বগুড়া পুলিশ লাইন্স মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নানা আয়োজনে সম্পন্ন হওয়া বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে জেলার পুলিশ সদ্যদের মধ্যে বর্ণিল উৎসব দেখা যায়।

কালের আলো/এমএইচএ