বিপিএমসিএ’র দায়িত্ব পেলেন ত্রাণ প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 2:59 pm | March 11, 2019

কালের আলো প্রতিবেদকঃ

বেসরকারি মেডিকেল কলেজগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনে (বিপিএমসিএ) নতুন ‘দায়িত্ব’ পেলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার) ৯ মার্চ) ঢাকা ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অবশ্য সেখানে সর্ব সম্মতিক্রমে অর্থাৎ বিনা প্রতিদ্বন্ধিতায় তিনি নির্বাচিত হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি মতে, একই কায়দায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ডিএমডি এম এ মুবিন খানকে সভাপতি করা হয়েছে। সভারের এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান এনামুর রহমানকে সম্পাদক করা ছাড়াও দুই বছরের জন্য বিপিএমসিএর ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি (৫ জন) যথাক্রমে ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম, গ্রিন লাইফ মেডিকেলের এমডি মো. মাঈনুল আহসান, টিএমএসএস মেডিকেলের চেয়ারম্যান হুসনে আরা বেগম, নর্থ বেঙ্গল মেডিকেলের চেয়ারম্যান এম এ মুকিদ ও বাংলাদেশ মেডিকেলের পরিচালক চিকিৎসক এ এইচ রেজওয়ানুল কবির।

যুগ্ম সম্পাদক হয়েছেন (৪ জন) ইউনিভার্সেল মেডিকেলের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, রংপুর কমিউনিটি মেডিকেলের এমডি মো. নাজমুল আহসান সরকার, সিটি মেডিকেলের এমডি মো. রিফায়েত উল্লাাহ শরীফ ও বারিন্দ মেডিকেলের পরিচালক অধ্যাপক রফিকুল আলম।

অর্থ সম্পাদক হয়েছেন ইস্ট-ওয়েস্ট মেডিকেলের পরিচালক মো. ইকরাম হোসেন বিজু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন তায়েরুন্নেছা মেডিকেলের এমডি মো. হাবিবুল হক।

৩ বিভাগে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নর্থ ইস্ট মেডিকেলের চেয়ারম্যান মো. আফজাল হোসেন (সিলেট বিভাগ), ময়নামতি মেডিকেলের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ (চট্টগ্রাম) এবং নর্দান প্রাইভেট মেডিকেলের চেয়ারম্যান তাসকিনুর রহমান (রাজশাহী)।

কালের আলো/এএ/এমএইচএ