স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার

প্রকাশিতঃ 10:49 pm | March 06, 2019

কালের আলো প্রতিবেদক:

সামাজিক মাধ্যমে আলোচিত মডেল-অভিনেতা হিরো আল স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন।

বুধবার (৬ মার্চ) রাতে পুলিশ হিরো আলমকে গ্রেফতার করে।

এর আগে মঙ্গলবার(৫ মার্চ) স্ত্রী সাদিয়া বেগম সুমিকে মারধর করেন হিরো আলম। সাদিয়া অভিযোগ করেন, হিরো আলমের পরকীয়ার প্রতিবাদ করার কারণে তাকে মারধর করা হয়।

হিরো আলমের স্ত্রী সাদিয়া আক্তার সুমি অভিযোগ করেন, মাঝেমধ্যেই হিরো আলম তাকে মারধর করে। দুদিন আগে সে ঢাকা থেকে আসে। রাতে খাবারের পর মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলছিল। আমি নিষেধ করলে বলে আমি ১০টা মেয়ে নিয়ে ঘুরবো, যা ইচ্ছে তা-ই করবো।

তিনি আরো অভিযোগ করেন, আমি ঢাকায় বিয়ে করেছি। এভাবে থাকতে পারলে থাকো না হলে চলে যাও। এর এক পর্যায়ে আলম আমার গলা চেপে ধরে, শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে জখম করে। এখন আমার ৩ ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো?

কালের আলো/এমএইচএ