আশুলিয়ায় আগুনে পুড়ছে পোশাক কারখানা, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশিতঃ 2:17 pm | October 06, 2025

সাভার প্রতিবেদক, কালের আলো:
সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
সোমবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে অবস্থিত পোশাক কারখানাটিতে আগুন লাগে।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের কর্মী সবুজ বলেন, দুপুরে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের তিনটি এবং ডিইপিজেডের তিন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।
স্থানীয় লোকজনও আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর কারখানাটির আশপাশে থাকা সড়কগুলো দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।
কালের আলো/এসআর/এএএন