আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কাউন্সিল সভায় প্রধান অতিথি সেনাপ্রধান
প্রকাশিতঃ 7:35 pm | March 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) ‘কাউন্সিল অব দি কলেজ’ এর ১৬তম সভায় যোগ দিচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
আগামীকাল বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১০ টার দিকে ঢাকা সেনানিবাসের (জিয়া কলোনি সংলগ্ন) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মো: নূর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
জাতীয় প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের
এর আগে বুধবার (৬ মার্চ) সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ নবগঠিত সিলেট সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ১৯ মার্চ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) স্থায়ী ভবন নির্মাণের নামফলক উন্মোচন করেন। পরে ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিকেল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে এএফএমসির যাত্রা শুরু হয়।
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান।
বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে কলেজের পাশের হার শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।
কালের আলো/এমএইচএ