গণতন্ত্র ফেরানোর সুযোগ হেলায় হারানো যাবে না : মির্জা ফখরুল
প্রকাশিতঃ 9:47 pm | September 17, 2024
কালের আলো রিপোর্ট:
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রকে ফেরত আনার সুযোগ এসেছে। সেই সুযোগ হেলায় হারানো যাবে না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষ্যে এই সমাবেশের আয়োজন করে বিএনপি।
বিএনপির মহাসচিব বলেছেন, গণতন্ত্র ও বিএনপি সমান্তরাল। আমরা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা দিয়ে লড়াই-সংগ্রাম করেছি। অনেক রিকশাচালক ভাই গ্রামে থাকতে পারেননি, তারা শহরে চলে এসেছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গণঅভ্যুত্থানে আমাদের সামনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ এসেছে। এই সুযোগ হেলায় হারানো যাবে না। আপনারাই হলেন গণতন্ত্রের পাহারাদার বা ভ্যানগার্ড। আবারও যদি কেউ ধ্বংস করতে চায় আপনারা রুখে দাঁড়াবেন।
অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্তর্র্বতী সরকারকে বলব এখনো সরকারের প্রশাসনে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এখনো আমলা-সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা আছে। তারা এখনো সব ধরণের চেষ্টা করছে ষড়যন্ত্র করছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করি প্রিয় নেতা তারেক রহমান দেশে ফিরবেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তিনি চিকিৎসা শেষে আবার দেশে ফিরে আসবেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ ও যারা মারা গেছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান মির্জা ফখরুল।
কালের আলো/এমএএইচ/ইউএইচ