কোটা আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা

প্রকাশিতঃ 11:43 am | February 25, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূরান্ত প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার(২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনের এ প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলে ভিপি হিসেবে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর, জিএস পদে মুহাম্মদ রাশেদ খাঁন এবং এজিএস হিসেবে ফারক হোসেনের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও সেদিনই মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে। আর ভোটগ্রহণ ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

কালের আলো/এমএইচএ