আরও ৩ দিন হতে পারে কালবৈশাখী, সতর্কতা জারি
প্রকাশিতঃ 7:03 pm | May 08, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের সব বিভাগের ওপর দিয়ে বজ্রঝড়, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় আরও তিন দিনের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ তিন দিনে সতর্কবার্তায় জানিয়েছেন।
শনিবার (১১ মে) বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে দমকা/ঝোড়োহাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এর আগে রোববার ( ৫ মে) তিন দিনের জন্য একই সতর্ক বার্তা দিয়েছিল আবহাওয়া অফিস।
কালের আলো/ডিএস/এমএম