আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

প্রকাশিতঃ 2:29 pm | January 22, 2019

খেলা ডেস্ক, কালের আলো:

২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আর গত বছর দুর্দান্ত পারফরম্যান্স করে এই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ তারকা মোস্তাফিজুর রহমান। যেখানে টাইগারদের দল থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন এই কাটার মাস্টার।

ওয়ানডে একাদশে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলনেতা করা হয়েছে। ভারত ও ইংল্যান্ড থেকে সমান চারজন করে ক্রিকেটার আছেন। এছাড়া নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে রয়েছেন একজন করে।

আইসিসির ওয়েবসাইটে মোস্তাফিজ সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সাল অসাধারণ কেটেছে বাংলাদেশি এই ফাস্ট বোলারের। ২১.৭২ গড়ে তুলে নিয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপে তার দখলে ছিল ১০টি উইকেট, যা রশিদ খান ও কুলদীপ যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। বলের দুই পাশেই তার সুইং করার ক্ষমতা রয়েছে। সেই সঙ্গে তার স্লোয়ারগুলো তাকে ওয়ানডেতে সেরা বোলার বানিয়েছে।

আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা (ভারত)
জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
বিরাট কোহলি (ভারত) (অধিনায়ক)
জো রুট (ইংল্যান্ড)
রস টেইলর (নিউজিল্যান্ড)
জস বাটলার (ইংল্যান্ড) (উইকেটরক্ষক)
বেন স্টোকস (ইংল্যান্ড)
মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)
রশিদ খান (আফগানিস্তান)
কুলদীপ যাদব (ভারত)
জসপ্রিত বুমরাহ (ভারত)

কালের আলো/ওএইচ