ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শনে ডিএমপি কমিশনার

প্রকাশিতঃ 5:32 pm | December 08, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

শুক্রবার (০৮ ডিসেম্বর) ডেমরা পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, ক্যান্টিন, অস্ত্রাগারসহ অন্যান্য অফিস পরিদর্শন করেন তিনি।

পরে পুলিশ লাইনস পরিদর্শন শেষে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হন। কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।

এ সময় ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও শরীরচর্চার পরামর্শ প্রদান করেন ডিএমপি কমিশনার। তিনি সেখানে একটি আমগাছের চারা রোপন করেন।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা: আশরাফুজ্জামান বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম), উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএসবি/এমএইচ