কিস্তানে শপিং মলে ভয়াবহ আগুনে নিহত অন্তত ১০

প্রকাশিতঃ 8:27 pm | November 25, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপেক্ষ ২২ জন। শনিবার করাচির রশিদ মিনহাস রোডের আরজে শপিং মলে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে।
করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আরজে শপিং মলে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।

তিনি বলেছেন, শপিং মলের আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং বর্তমানে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কার হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

এর আগে, পুলিশের কর্মকর্তা সুমাইয়া সৈয়দ সংবাদমাধ্যম ডনকে বলেন, ৯ জনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৮ জনের মরদেহ জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) এবং সিভিল হাসপাতাল করাচিতে (সিএইচকে) অন্যজনের আনা হয়েছে। ওয়াহাব বলেন, আব্বাসি শহীদ হাসপাতালে অপর একজনের মরদেহ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় গুরুতর দগ্ধ ১৮ বছর বয়সী একজনকে সিএইচকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করাচির ফায়ার সার্ভিসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে জানতে পারেন। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটকে সেখানে মোতায়েন করা হয়। তারা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন

সূত্র: ডন, রয়টার্স।

কালের আলো/এসএমআর