আমার ফেসবুক প্রোফাইল আর আমার হাতে রইল না

প্রকাশিতঃ 12:08 pm | January 08, 2019

::মেহের আফরোজ শোওন::

নিষাদ: মা, তোমার প্রোফাইল পিকচারটা ভালো। কিন্তু একই ছবি বেশিদিন রাখতে হয় না।

আমি: কেন বাবা!
নিষাদ: অন্যরা বোর হবে মা…
আমি: তাইলে তুমিই একটা ছবি বের করে দাও। ওটাই প্রোফাইলে দিব।
ল্যাপটপ কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর এই ছবিখান মনে ধরল তার!
নিষাদ: এই ছবিটা দিতে পারো মা। ভালোই আছে।
(আমার ফেসবুক প্রোফাইল আর আমার হাতে রইল না বুঝি..!)
(ফেসবুক থেকে সংগৃহীত)