কাদের খানের দাফন কানাডাতে
প্রকাশিতঃ 3:17 pm | January 02, 2019

শোবিজ ডেস্ক, কালের আলো:
বলিউডের খ্যাতিমান অভিনেতা কাদের খান (৮১) সোমবার কানাডাতে ইন্তেকাল করেন। বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুতে গোটা বলিউডজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার ছেলে সরফরাজ খান গণমাধ্যমকে জানিয়েছেন, জানাজা শেষে কানাডার টরন্টোতেই তার বাবার দাফন সম্পন্ন হবে।
কাদের খানের স্ত্রী হাজরা, ছেলে সরফরাজ, বউমা এবং নাতি-নাতনিরাই চোখের জলে অভিনেতাকে শেষ বিদায় জানাবেন।
কাদের খানের ছেলে সরফরাজ জানান, কানাডার স্থানীয় সময় ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার বাবা ইন্তেকাল করেন। বার্ধক্যজনিত সমস্যার কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের শক্তিমান এ অভিনেতা।
কাদের খানের অসুস্থতার খবর পেয়ে তার ভক্তরা যেভাবে সবসময় খান পরিবারের পাশে থেকেছেন, তাদের মনোবল জুগিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ জানান সরফরাজ।
উল্লেখ্য, বলিউডের তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় ছাড়াও আড়াইশ ছবির চিত্রনাট্য লিখেছেন এ গুণী শিল্পী।
কালের আলো/এএ/এমএইচএ