খাগড়াছড়িতে পড়ে ছিল গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ

প্রকাশিতঃ 9:55 am | July 26, 2023

বান্দরবান প্রতিনিধি, কালের আলো:

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুলাই) মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য শান্তিময় ত্রিপুরা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুজন ব্যক্তিকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কালের আলো/এমএএইচইউ