শহীদ নোমানের ২৮ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সমাবেশ-দোয়া মাহফিল
প্রকাশিতঃ 10:00 pm | July 15, 2023

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের দু:সময়ের সভাপতি শহীদ সারোয়ারুল আলম নোমানের ২৮ তম শাহাদাৎ বার্ষিকীতে শোক সমাবেশ ও দোয়া মাহফিল করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর ছাত্রলীগ। শনিবার (১৫ জুলাই) বিকেলে নগরীর টাউন হলে এই শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শোক সমাবেশে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো.ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক তাফছির আলম রাহাদ, যুগ্ম আহবায়ক শাহীন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাঁর পক্ষে যুগ্ম আহবায়ক শাহীন আলমের নেতৃত্বে বিশাল শোক র্যালীর মাধ্যমে শোক সমাবেশে যোগ দেন সংগঠনের নেতা-কর্মীরা।
এ সময় টিটি কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রনক খান, মহানগর ছাত্রলীগ নেতা মোনায়েম খান, রাজ রাজ্জাক, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক শ্রাবন, ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা তারেক, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ নেতা আশিক, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিয়াসাদ পারভেজ প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

কালের আলো/একে/এএইচ