এশিয়া অলিম্পিক কাউন্সিলের সভা শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 8:17 pm | July 11, 2023

কালের আলো ডেস্ক :
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক কাউন্সিলের ৪২তম সাধারণ সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১১ জুলাই) সেনাপ্রধান দেশে ফিরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএসপিআর।
এতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে এশিয়া অলিম্পিক কাউন্সিল এর এক্সিকিউটিভ কমিটি নির্বাচনে (২০২৩-২০২৭ সাল) ভোট প্রদান ছাড়াও বিভিন্ন দেশের ক্রীড়া নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন।
এর আগে এশিয়া অলিম্পিক কাউন্সিলের সভায় অংশগ্রহণের জন্য সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ০৭ জুলাই থাইল্যান্ডে যান।
কালের আলো/বিএস/এমএ