একত্রে থেকে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ডিএমপি কমিশনারের
প্রকাশিতঃ 5:40 pm | July 02, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
‘টিম ডিএমপি’ একত্রে থেকে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
রবিবার (২ জুলাই) ডিএমপি হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের সময় এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার। এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সকলকে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতীতের মতো বর্তমান ও ভবিষ্যতেও টিম ডিএমপি একত্রে থেকে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে বলে আশাবাদী উচ্চারণ রাজধানীর পুলিশপ্রধানের কন্ঠে।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মিষ্টিমুখ করানো হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম