বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল উইন্ডিজ
প্রকাশিতঃ 6:46 pm | December 22, 2018

অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দুইটিতে ১-১ ব্যবধানে সমতা থাকায় তৃতীয় টি-টোয়েন্টি ফাইনাল হিসেবেই আবির্ভূত হয়েছে।
এর আগে শনিবার (২২ ডিসেম্বর) মিরপুর শের ই বাংলায় তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে উইন্ডিজ সংগ্রহ করেছে ১৯০ রান।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এভিন লুইস ৩৬ বলে ৮৯ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ মুস্তাফিজ ও সাকিব ৩টি করে উইকেট নেন।