কোরিয়ান কাপ গলফ্ টুর্নামেন্ট বিজয়ীদের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 10:13 am | March 04, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
তিন দিনব্যাপী ‘হুন্দাই ৩৯তম কোরিয়ান কাপ গলফ টুর্নামেন্ট-২০২৩’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (৩ মার্চ) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ্ ক্লাব অনুষ্ঠিত হয়েছে।
সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এদিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত মিঃ লি জাং কিউন উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রতিযোগিতায় দেশি/বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৭৬৯ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মিঃ ইউং ওহ্ ইউ চ্যাম্পিয়ন, মেজর মোহাম্মদ গোলাম মওদুদ (অবঃ) রানার-আপ, মিসেস সারমিন জাহাঙ্গীর লেডি উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব রুহুল আলম আল-মাহবুব, কোরিয়ান কমিউনিটির প্রেসিডেন্ট মিঃ ইউং ওহ্ ইউসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং তাদের পরিবার, দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তি, কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, গলফ্ ক্লাবের সদস্য, কোরিয়ান কমিউনিটির ঊর্ধŸতন কর্মকর্তা, খেলোয়াড় ও গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম