ময়মনসিংহে ফের শ্রেষ্ঠ ওসি হলেন শাহ কামাল আকন্দ

প্রকাশিতঃ 8:37 pm | February 19, 2023

ময়মনসিংহ প্রতিনিধি:

চলতি বছরের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, একাধিক ক্লুলেস মামলার সফল তদন্ত, মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, লুণ্ঠিত মালামাল উদ্ধার, চুরি, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধসহ আইনশৃঙ্খলার উন্নয়নের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহ জেলার থানাগুলোর মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)।

রোববার (১৯ ফেব্রুয়ারী ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) জনাব মাছুম আহাম্মদ ভূঞা।

পুরস্কার গ্রহণের পর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ কামাল আকন্দ বলেন, ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা কোতোয়ালী মডেল থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করব।

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সব সময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।

কালের আলো/এমএইচ/এসবি