আমাকে যুদ্ধ করতে হয়েছে : অপু বিশ্বাস
প্রকাশিতঃ 8:40 pm | February 18, 2023

শোবিজ ডেস্ক, কালের আলো:
‘জীবন মানে যুদ্ধ। ব্যক্তিজীবনে যখন ১০০ সিনেমা পার করেছি তারপরও আমাকে যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধের বিপরীতে কেউ যেতে পারে না। বিচলিত না হয়ে, সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেন আপন গতিতে। যাদের জীবনে যতটুকু যুদ্ধ আসবে তাদের মনে রাখতে হবে, আপনি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন।’ টপ আয়োজিত ঈদ ও বাসন্তী মেলা উপলক্ষে তরুণ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় হাজির হয়ে কথাগুলো বলেন রুপালি পর্দার প্রিয় মুখ অপু বিশ্বাস।
এ সময় উদ্যোক্তাদের সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন তিনি। এমনকি সবার সঙ্গে নিজের জীবনের গল্পও ভাগ করে নেন অপু বিশ্বাস। সেখানে আরও উপস্থিত ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, মডেল-উপস্থাপক বারিশা হক।
উদ্যোক্তাদের নিজস্ব নকশার পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং নিজেদের প্রতিষ্ঠানের পরিচিতি বাড়াতে আয়োজন করা হয়েছে টপ ঈদ ও বাসন্তী মেলা। তরুণ এসব উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলায় সাজিয়ে রাখা নিত্যনতুন পণ্যের পসরা ঘুরে দেখেন অপু বিশ্বাস। এ মেলার আয়োজন করেছেন লিওয়ানা আনোয়ার।
বর্তমানে অপু বিশ্বাস অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চলতি বছরই ধারাবাহিকভাবে সিনেমাগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে অপু বিশ্বাস প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন এই ঢালিউড কুইন।
কালের আলো/এমএইচ/এসবি