কুর্মিটোলায় বিজয়ী গলফারদের উচ্ছ্বাস, গলফের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার আশাবাদ কিউএমজি’র

প্রকাশিতঃ 1:44 am | February 18, 2023

জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

নীরব কুর্মিটোলা গলফ ক্লাব মুখর। সেখানে বসেছিল দেশি-বিদেশি গলফারদের মিলনমেলা। স্কয়ার কাপ গলফ টুর্নামেন্ট জিততে লড়াইয়ে অবতীর্ণ মোট ৬৮০ জন গলফার। জমকালো টুর্নামেন্টে আসিফ ছগির উইনার, ক্যাপ্টেন মোহাম্মদ  মনিরুল আলম বিএন রানারআপ ও মিসেস ফাতেমা রহমান লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 

স্কয়ার কাপ গলফ টুর্নামেন্টকে ঘিরে ঢাকা সেনানিবাসের সবুজ কুর্মিটোলা গলফ ক্লাব যেন শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সেজেছিল বর্ণাঢ্য সাজে। সমাপনী দিনে আলোকময় ঝর্ণাধারায় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ী গলফাররা পুরস্কার পেয়ে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেন। 

তারা প্রত্যাশা করেন এমন দিন তাদের জীবনে ফিরে আসুক বারবার। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এমন টুর্নামেন্টের মধ্যে দিয়ে সিদ্দিকের মতো আরও দেশসেরা গলফার উঠে আসবে। বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা ওড়াতে পারবেন, বাংলাদেশকে আরও উঁচুতে নিয়ে যাবেন এমন স্বপ্নও দেখেন উদ্যমী গলফাররা।

বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম মনে করেন, খেলাধুলা জাতির প্রাণ ও সভ্যতার প্রতীক। গলফ খেলার চর্চা সুস্থ জীবনবোধের সন্ধান দেয়। এ ধরণের গলফ টুর্নামেন্টের আয়োজন দেশের গলফের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  তিনি এমন উদ্যোগের জন্য স্কয়ার গ্রুপের চেয়ারম্যান ও টুর্নামেন্ট কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

কালের আলো/এমএএএমকে