ময়মনসিংহে ছেলের হাতে পিতা খুন, ঘাতক গ্রেফতার
প্রকাশিতঃ 3:46 pm | February 16, 2023

ময়মনসিংহ প্রতিনিধি:
সম্পত্তি নিয়ে বিরোধে ময়মনসিংহের সদর উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আ. মতিনকে (৩৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পিতা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে গত রাতে জেলার ফুলপুর উপজেলা থেকে গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।
তিনি জানান, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের নিহত জইনুদ্দিনের দুই সংসারের সন্তানদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।
এই বিরোধের জের গত ১৪ ফেব্রুয়ারী ভোরে নিহত জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। এসময় তার ছেলে আ. মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান।
এই ঘটনার পর নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আ. মতিনকে গ্রেফতার করা হয়।
কালের আলো/এমএইচ/এসবি