প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রাজশাহীবাসী

প্রকাশিতঃ 10:26 am | January 29, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভা আয়োজনের প্রস্তুতি শেষ হয়েছে। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (২৯ জানুয়ারি) জনসভায় বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সব রকমের প্রস্তুতি শেষ হয়েছে।

বর্তমানে হাজী মুহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ নামে পরিচিত মাদ্রাসা ময়দান। চার একর জমির এই মাঠে পশ্চিম দিকে ৫ হাজার বর্গফুটের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে। মঞ্চটিকে একটি বড় নৌকার আদলে সাজানো হয়েছে।

প্রধানমন্ত্রী সকালে প্রায় ১ হাজার ৩শ’ ১৭ কোটি টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন করবেন। তিনি প্রায় ৩৭৬ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আরো ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে যোগ দেবেন জনসভায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভাস্থল পর্যন্ত সড়কের দুই পাশে ব্যানার ও পোস্টার দিয়ে সজ্জিত করেছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জনসভার আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকার জনসাধারণ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শুনতে পারে- সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, জনসমাবেশটি সফল করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। আরএমপি কমিশনার আনিসুর রহমান বাসসকে বলেন, নগরীতে ২০২৩ সালের ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে ৩০ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও আতশবাজী বহন, ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। ওই সময়ে পূর্ব অনুমতি ছাড়া ড্রোন চালানো নিষিদ্ধ।

এছাড়াও ওই সময়ে দেশি-বিদেশি মদ, স্পিরিট ও অ্যালকোহলসহ সব ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা কর্মীরা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত। কমিশনার আনিসুর রহমান বলেন, যেহেতু এখানে দুর-দুরান্ত থেকে বিপুল সংখ্যায় লোকজনের সমাগম হওয়ার কথা, তাই জনসভাটিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই তারা এইসব বিধিনিষেধ আরোপ করেছেন।

কালের আলো/এসবি/এমএম