অষ্টম আসরে চ্যাম্পিয়ন কর্নেল জাফর, নতুন গলফার তৈরির আশাবাদ এনডিসি কমান্ড্যান্টের

প্রকাশিতঃ 9:57 am | January 28, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

প্রায় ১০ মাস পর বসেছিল শাহ সিমেন্ট-একেএস কাপ গলফ টুর্নামেন্টের অষ্টম আসর। গত বছরের ১৬ থেকে ১৮ মার্চ অনুষ্ঠিত হয়েছিল সপ্তম আসর। আবুল খায়ের গ্রুপের বিজনেস ইউনিট শাহ সিমেন্ট ও আবুল খায়ের স্টিলের (একেএস) পৃষ্ঠপোষকতায় ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এবার তিন দিনব্যাপী টুর্নামেন্টের পর্দা উঠেছিল বুধবার (২৫ জানুয়ারি)। চলতি আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন কর্নেল আবু জাফর শেখ মোঃ বজলুল হক।

সপ্তম আসরের মতো অষ্টম আসরেও শুক্রবার (২৭ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. আকবর হোসেন। তিনি মনে করেন, নিয়মিত এমন টুর্নামেন্টের আয়োজন দেশের গলফের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। তৈরি করবে নতুন নতুন গলফার। ক্রীড়াঙ্গনে গলফের মাধ্যমেও বৃদ্ধি পাবে দেশের সুনাম। এনডিসি কমান্ড্যান্ট আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ সময় কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও লজিষ্টিকস এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এই প্রতিযোগিতায় মোট ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদ হোসেন রানারআপ এবং মিসেস ফাতেমা রহমান লেডি উইনার হওয়ার গৌরব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক, ক্লাব ক্যাপ্টেন; চেয়ারম্যান টুর্নামেন্ট কমিটি, কুর্মিটোলা গলফ ক্লাব; ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও দেশী-বিদেশি বিশিষ্ট ব্যক্তি ও গলফাররা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে