পুনাকের বহুমাত্রিক কর্মযজ্ঞের কথা জানালেন সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী
প্রকাশিতঃ 7:21 pm | January 26, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
শীতেও মনুষ্যত্ববোধের বহুমাত্রিক কর্মযজ্ঞে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতিকে (পুনাক) নিবেদন করেছেন সংগঠনটির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। বিভিন্ন এলাকায় নিয়ম করে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে দু:স্থ ও অসহায় মানুষের মুখে ফুটিয়েছেন হাসি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী থানাধীন অলিম্পিয়া স্কুল মাঠে অসহায় শীতার্ত মানুষের হাতে তিনি কম্বল তুলে দিয়েছেন। জানিয়েছেন পুনাকের বহুমাত্রিক কর্মযজ্ঞের কথা। পুনাকের সমাজ কল্যাণ শাখা শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে। এর আগে গত ১২ জানুয়ারি ঢাকা জেলাধীন দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায়ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পুনাক।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেছেন, ‘১৯৮৬ সালে শুরু হয়ে পুনাক আজ অনেক স্বাবলম্বী। নিজস্ব কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলেছে পুনাক। পুনাক বিনামূল্যে চোখের চিকিৎসা, ফ্রি মেডিকেল ক্যাম্প, জনসচেতনামূলক র্যালি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।’

পুনাক আজ একটি ব্র্যান্ড নেইম। আলোকময় পরম অস্তিত্ব আর উপলব্ধির প্রাণ-উৎস হিসেবে পুনাক এগিয়ে চলেছে মানবিকতার পক্ষে অতুলনীয় এক শক্তি হিসেবেই। অসহায়ের জীবনে আলো ছড়িয়ে জুগিয়েছে শাশ্বত প্রেরণাও।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জিএমপি পুনাক সভানেত্রী এম এস সারমিন আক্তার ও কেন্দ্রীয় পুনাকের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জিএমপি পুনাক কার্যালয় উদ্বোধন
এর আগে পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) পুনাক কার্যালয় উদ্বোধন করেন। এ সময় জিএমপি পুনাক সভানেত্রী এম এস সারমিন আক্তার ও কেন্দ্রীয় পুনাকের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমকে/আরআই