বিপসটে জাতিসংঘ শান্তি মিশনে সেনা মোতায়নের পূর্বপ্রস্তুতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিতঃ 6:55 pm | December 10, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিপসটে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহের সেনা পাঠানোর আগে আভিযানিক প্রস্তুতির নিশ্চয়তা এবং দক্ষতা বৃদ্ধির মূল বিষয়গুলো সম্পর্কে অবগত করতে দু’দিন ব্যাপী সেমিনার শুরু হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জাতিসংঘ সদর দপ্তরের উইনাইটেড নেশন ডিপার্টমেন্ট অফ পিছ কিপিং অপারেশনস এর ব্যবস্থাপনায় শুরু হয়েছে।

সেমিনারটির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত,

জাতিসংঘ সদর দপ্তরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, সহকারী সামরিক উপদেষ্টা, অফিস অব মিলিটারি এ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মি. ল্যারি সুইফট, ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার, গ্লোবাল পিস অপারেশনস্ ইনিশিয়েটিভ এবং দেশ ও বিদেশের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারটির উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, জাতিসংঘ সদর দপ্তরের পক্ষ থেকে মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন, সহকারী সামরিক উপদেষ্টা, অফিস অব মিলিটারি এ্যাফেয়ার্স, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মি. ল্যারি সুইফট, ট্রেনিং প্রোগ্রাম ম্যানেজার, গ্লোবাল পিস অপারেশনস্ ইনিশিয়েটিভ এবং দেশ ও বিদেশের উচ্চপদস্থ সামরিক ও অসামরিক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে ১৮টি দেশের সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ ছাড়াও জাতিসংঘের উচ্চপদস্থ বিশেষজ্ঞসহ ৫৫ জন বিদেশী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধতন কর্মকর্তাগণসহ প্রায় ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন।

কালের আলো/এএ/এমএইচএ