জেমকন ভিক্টরী ডে গলফ টুর্নামেন্টে ৩৬ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
প্রকাশিতঃ 11:27 pm | December 09, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মহান বিজয়ের মাসে শুরু হয়েছে ‘জেমকন ভিক্টরী ডে গলফ টুর্নামেন্ট’। মহান মুক্তিযোদ্ধা গলফারদের অংশগ্রহণে এবারের আয়োজনে যোগ হয়েছে নতুন এক মাত্রা। এই টুর্নামেন্টে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম।
শুক্রবার (০৯ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট’র উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতেই সম্মাননার মাধ্যমে জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে সমুজ্জ্বল করতে এমন আয়োজন গৌরবদীপ্ত মাসকে আরও স্মরণীয় করেছে।
পরে কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এমন প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এই গলফ টুর্নামেন্টকে মহিমান্বিত করায় কুর্মিটোলা গলফ ক্লাব ও জেমকন গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনেরেল (অব:) গিয়াস উদ্দিন বীর বিক্রম। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ায় প্রধান অতিথি ও জেমকন গ্রুপকে ধন্যবাদ জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, টুর্নামেন্টে দেশি ও বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৬৩৫ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে কর্নেল মোহাম্মদ খায়রুজ্জামান (অব.) চ্যাম্পিয়ন ও জোবায়ের এম শোয়েব রানার আপ এবং মিসেস ফাতেমা রহমান লেডিস উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের স্পন্সর জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি। অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং লজিষ্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মো. জহিরুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তি ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে