খেলাধুলার মাধ্যমে প্রতিযোগির সাহসিকতা, দৃঢ়তা ও নির্ভীকতা প্রকাশ পায় : র‍্যাব ডিজি

প্রকাশিতঃ 10:05 pm | December 03, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ‘এলিট স্পোর্টস’র সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকালে র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে ‘এলিট স্পোর্টস’র সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বিজয়ীধের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে র‍্যাব ডিজি বলেন, খেলাধুলার মাধ্যমে একজন প্রতিযোগির সাহসিকতা, দৃঢ়তা এবং নির্ভীকতা প্রকাশ পায়। প্রতিযোগিতায় বিজয় লাভ অবশ্যই শ্রেয়, কিন্তু বিজয়ের জন্য প্রচেষ্টা শ্রেয়তর।

এ সময় তিনি এলিট স্পোর্টস প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আয়োজনকারী উইং ও ব্যাটালিয়নকে ধন্যবাদ জ্ঞাপন এবং সেই সাথে যারা স্বতস্ফুর্তভাবে স্বল্প সময়ে অনুশীলনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদেরকেও ধন্যবাদ ও অভিনন্দন জানান।

ভবিষ্যতে ‘‘এলিট স্পোর্টস’’ আরো আকর্ষণীয়, জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

র‍্যাব সদরদপ্তর জানিয়েছে, এলিট স্পোর্টসে ভলিবল, ব্যাডমিন্টন (একক এবং দ্বৈত), ক্যারামবোর্ড (একক এবং দ্বৈত), দাবা, টেবিল টেনিস এবং লন টেনিস (একক এবং দ্বৈত), বিলিয়ার্ডসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল উইং এবং সকল ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কমিউনিকেশন এন্ড এমআইএস উইং এবং রানারআপ হয় প্রশাসন ও অর্থ উইং।

অফিসারদের মধ্য থেকে লন টেনিস দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান, টেবিল টেনিস প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেজর মোঃ কামরুল হোসেন এবং দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান তালুকদার ও মেজর মোঃ হাসান শাহরিয়ার, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান এবং দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মেজর মোহাম্মদ মাসুদ হায়দার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান, বিলিয়ার্ড খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্কোয়াড্রন লীডার মোঃ মাসুদুর রহমান, প্রশাসন ও অর্থ উইং।

এছাড়াও সকল উইং ও ব্যাটালিয়নের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত ক্যারাম দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন প্রশাসন ও অর্থ উইং, দাবা খেলায় চ্যাম্পিয়ন কমিউনিকেশন এন্ড এমআইএস উইং, ব্যাডমিন্টন (একক) এ চ্যাম্পিয়ন তদন্ত উইং এবং ব্যাডমিন্টন দ্বৈত (মহিলা) এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইন্টেলিজেন্স উইং।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে র‍্যাব ফোর্সেসের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সকল পরিচালক ও ঢাকাস্থ ব্যাটালিয়নের অধিনায়ক, অন্যান্য কর্মকর্তা, ডিএডি এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম