বঙ্গবন্ধুর বায়োপিকে শিল্পীরা ভালো অভিনয় করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ 8:57 pm | September 14, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

‘ট্রেলার যদি ভালো না হতো মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করতো না’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নিয়ে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ভারত থেকে শূন্য হাতে আসেননি প্রধানমন্ত্রী

বুধবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ ছবিটির ফাইনাল কপি দেখেছেন কিনা এবং ছবিটি কবে মুক্তি পাবে?

আরও পড়ুন: প্রধানমন্ত্রী নিজে হেসেছেন, হাসিয়েছেনও

উত্তরে শেখ হাসিনা বলেন, ‘ট্রেলার প্রকাশের পর ২৬ মার্চের ভাষণ নিয়ে কিছু কথা উঠেছে। এ ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, ২৬ মার্চের ভাষণে জাতির পিতাকে আমরা যেভাবে দেখি বা দেখেছি সেটা পর্দায় এভাবে দেখার পর নিতে একটু কষ্ট হচ্ছে। তবে এটাও ভেবে দেখুন, ট্রেলার যদি ভালো না হতো, মানসম্পন্ন না হতো, তাহলে কান চলচ্চিত্র উৎসবে এটা গ্রহণ করতো না।’

তিনি আরও জানান, ‘ছবিটি শুরুর পর করোনার কারণে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিলো। অবশেষে ভারত ও বাংলাদেশে শুটিং শেষ করা হয়। এখন এডিটিং চলছে। আমরা একটা ভালো সময় ছবিটি দেখানোর চেষ্টা করছি।’

এটাকে সিনেমা হিসেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন, ‘অভিনয় করাটা কিন্তু অনেক কষ্টের। একটা চরিত্র করতে গেলে সেই চরিত্র গ্রহণ করা, সেই সেন্টিমেন্ট তৈরি করা অনেক কষ্টের। এখানে আমাদের দেশের যারা অভিনয় করেছেন তারা অনেক ভালো করেছেন।’

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক শিল্পী।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email