ঢাকা টেষ্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাদমানের অভিষেক
প্রকাশিতঃ 9:51 am | November 30, 2018

খেলা প্রতিবেদক, কালের আলো:
ঢাকা টেস্টে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে ওপেনার সাদমান ইসলামের। টেস্টে বাংলাদেশের ৯৪ নম্বর ক্রিকেটার এই বাঁহাতি ওপেনার। এই টেস্টে খেলছেন ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। যদিও তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন এই টেস্টে। উইকেট কিপিং করবেন লিটন দাস। ইনজুরির জন্য সিরিজের দ্বিতীয় এবং শেষ এই টেস্টে মুশফিকের খেলা নিয়ে সংশয় ছিলো। কিন্তু টসের দিন সকালে মুশফিক ফিটনেস টেস্টে পাস করেন। এই টেস্টের একাদশে বাংলাদেশ কোন পেস বোলার রাখেনি! মুস্তাফিজুর রহমানও খেলছেন না ঢাকা টেস্টে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বাংলাদেশ কোন টেস্ট ম্যাচ খেলতে নামলো পেস বোলার ছাড়াই। সন্দেহ নেই এই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে সামনের দিনে অনেক আলোচনা-সমালোচনা শুনতে হবে টিম ম্যানেজমেন্টকে।
চট্টগ্রাম টেস্টের মতো এই টেস্টেও বাংলাদেশ চারজন স্পিনার নিয়ে খেলছে।
দুই টেস্টের সিরিজে বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট বাংলাদেশ জিতেছিল ৬৪ রানে।
চট্টগ্রামের মতো ঢাকার উইকেটও স্পিন বোলারদের সহায়তা দেবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের একাদশ সেই ধারণার সত্যতাই জানাচ্ছে।
শৃঙ্খলা ভঙ্গের কারণে ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যানন গ্র্যাব্রিয়েল ঢাকা টেস্টে নিষিদ্ধ। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ ঢাকা টেস্টে পেসার শেরম্যান লুইসকে খেলাচ্ছে। একাদশের বাকিরা চট্টগ্রাম টেস্ট খেলেছেন।
বাংলাদেশ দল: সৌম্য, সাদমান, মমিুনল, মিঠুন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, লিটন, মেহেদি, তাইজুল, নাঈম।
কালের আলো/ওএইচ