স্টেজ ফর ইয়ুথ ভালুকার সভাপতি তানভীর, সম্পাদক হামজা
প্রকাশিতঃ 12:44 am | July 07, 2022

কালের আলো প্রতিবেদক:
আগামী এক বছরের জন্য স্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলার কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে তানভীর আহম্মেদ সভাপতি ও মোঃ আমীর হামজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (০৭ জুলাই) ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা সভাপতি সাফরান আহমেদ ও সাধারণ সম্পাদক আফিব খান পাঠান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে ময়মনসিংহ জেলা শাখার কার্যালয়ে জমা দিতে হবে এবং কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী ও সংস্থা বিরোধী অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে সংস্থা থেকে অব্যাহতি দেওয়া হবে।
৪২ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলেও এতে বলা হয়।
কালের আলো/বিএস/এমএম