নওগাঁয় ট্রাকচাপায় শিক্ষকসহ ৫ জন নিহত

প্রকাশিতঃ 10:40 am | June 24, 2022

কালের আলো প্রতিবেদক:

নওগাঁর সদর উপজেলার বাবলাতলী নামক এলাকায় ট্রাকচাপায় তিন শিক্ষকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। নিহতরা সবাই সিনএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বাবতলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিউল ইসলাম জানান, ফায়ার সার্ভিস পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে। উদ্ধার কার্যক্রম চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে বলা যাবে।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে আসছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষক মারা যান। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email