নির্বাচনকে ‘বন্দির’ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে : রিজভী
প্রকাশিতঃ 2:59 pm | November 23, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শেখ হাসিনার বিশ্বস্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় আসন্ন জাতীয় নির্বাচনকে বন্দি করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার বিশ্বস্ত আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় আসন্ন জাতীয় নির্বাচনকে বন্দি করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।এই সাজানো পুলিশের দাপটে দুঃশাসনের অন্ধকার থেকে জনগণের মুক্ত মিলবে না। জনগণ ভোট দিতে পারবে না। তাদের ইচ্ছার ইপ্সিত ফল মিলবে না।’
ডিজিটাল কারচুপি করতেই ইভিএম ব্যবহারে ইসি অনড় বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ‘বারবার আপত্তির পরও ইসি এ সিদ্ধান্ত থেকে সরে আসছে না।’
কালের আলো/এনএ/এমএইচএ