ব্যবসায়ীদের সরকারি ফান্ডে জাকাত দেওয়ার আহ্বান ঢাকার ডিসির

প্রকাশিতঃ 7:13 pm | April 26, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সরকারি জাকাত ফান্ডে অংশ নিয়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক শহীদুল ইসলাম।

মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রশাসকের সভাকক্ষে বিশিষ্ট ব্যবসায়ীদের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় শহীদুল ইসলাম বলেন, সরকারি জাকাত ফান্ডের অর্থ দিয়ে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা হয়। হাদিসে রয়েছে, হালাল রিজিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে অংশ নিয়ে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানে সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াস মেহেদী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর ও জাকাত বোর্ডের সদস্য ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হারেস সিনহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাহিনা আক্তার।

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৫টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

কালের আলো/এসবি/এমএইচএ