ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি ডিবি’র শাহ কামাল আকন্দ

প্রকাশিতঃ 8:12 pm | November 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি তাকে কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করেন।

সূত্র জানায়, অক্টোবর মাসের ক্রইম কনফারেন্সে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, উদ্ধারসহ ৯ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ। এর মধ্যে ৪টিই গ্রহণ করে ময়মনসিংহ জেলা পুলিশ। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ওএইচ