ময়মনসিংহে বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিতঃ 5:47 pm | November 15, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) নগরীর নতুন বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বুধবার নয়াপল্টনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা যে তান্ডব চালিয়েছে এবং পুলিশের ভ্যানে আগুন দিয়েছে, এটা তাদের ঐতিহ্যগত চরিত্র। গণতান্ত্রিক নির্বাচনকে বাধাগ্রস্থ করার জন্য তারা এর আগেও একই কাজ করেছে। বিএনপির ষড়যন্ত্র ও আগুন সন্ত্রাস রুখে দিতে ছাত্রলীগ প্রস্তত রয়েছে।
এ সময় ছাত্রলীগ নেতা শাহীন আলম, উবায়দুল্লাহ, মাহমুদ শাহরিয়ার মিশু, পরাগ সরকার, অনিক সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএম