শ্রীলঙ্কার কাছেও হারল বাংলাদেশ
প্রকাশিতঃ 11:48 am | November 15, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
উইন্ডিজের কাছে ৬০ রানের বড় হারের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে শুরুই করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডের বিপক্ষে হার সঙ্গী হয় বাংলাদেশের। নিজেদের তৃতীয় ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি সালমা খাতুনের দল। সেন্ট লুসিয়ায় শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।
জুনে এশিয়া কাপ জেতার পর আয়ারল্যান্ডকে তাদের মাটিতেই সিরিজ হারায় সালমা খাতুনের দল। জুলাইয়ে নেদারল্যান্ডসে দাপুটে ক্রিকেট খেলে বাছাইপর্বের সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের মূল পর্বে খেলতে ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ আগেই দ্বীপপুঞ্জে পা রেখেছিল বাংলাদেশ। প্রত্যাশা ছিল গ্রুপ পর্বে ভালোই করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু টানা তিন হারে ব্যাকফুটে সালমা-জাহানারা-রুমানারা।
সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শাসিকলা শ্রীবর্ধনের ৩১ ও সুরাঙ্গিকার ১৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ৯৭ রান তোলে শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে তিনটি উইকেট পান জাহানারা আলম। এ ছাড়া একটি করে উইকেট পান খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।
৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের দুই ম্যাচের মতো শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ। তিন জন ব্যাটসম্যান কেবল দুই অঙ্কের রান করেন। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ২০ রান করেন নিগার সুলতানা। এ ছাড়া সমান ১১ রান করে আসে আয়েশা রহমান ও রিতু মনির ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ৭২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ফলে ২৫ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শ্রীলঙ্কার হয়ে জয়ঘনি নেন তিন উইকেট। দুই উইকেট পান শ্রীবর্ধন। অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন শ্রীবর্ধন।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে আরও একটি। ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
কালের আলো/এনএম