কাবাডিতে ইংল্যান্ডের পর মালয়েশিয়াকে হারাল বাংলাদেশ

প্রকাশিতঃ 1:02 pm | March 20, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারানোর পর আজ মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ।

রোববার (২০ মার্চ) সকালে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দলটি।

চার দলের গ্রুপে তিন ম্যাচের মধ্যে ইতোমধ্যে দু’টিতে জিতে বাংলাদেশ সেমিফাইনালের পথে। মালয়েশিয়া দুটি ম্যাচেই হেরেছে। আজ শ্রীলঙ্কা ইংল্যান্ডকে হারালে বাংলাদেশ ও শ্রীলঙ্কার উভয়ের সেমিফাইনাল নিশ্চিত হবে। আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি হবে তখন গ্রুপ সেরা নির্ধারণ হওয়ার।

আজ মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধ্বে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমদে। বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলংকার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া।

কালের আলো/এমএএইচ/জেআর