স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ করলেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 7:01 pm | March 19, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশীপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) ঢাকাস্থ গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে (বিএসএসএফ) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড. এস এম শফিউদ্দিন আহমেদ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে এয়ারগান চ্যাম্পিয়নশীপের পুরস্কার বিতরণ ছাড়াও সেনাপ্রধান ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আইএসএসএফ গ্র্যান্ড পিক্স ২০২২ এ বাংলাদেশ হতে পদক প্রাপ্ত ৬ জন শুটার এর মাঝে প্রাইজমানি বিতরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজুকি বাংলাদেশ এর বিভাগীয় পরিচালক সোয়েব আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএসএফ এর সভাপতি বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পেয়ে আর্মি শুটিং অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পেয়ে বাংলাদেশ নৌবাহিনী শুটিং ক্লাব রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এয়ারগান চ্যাম্পিয়নশীপ ২০২২ এ ৩৯ টি ক্লাবের ২৫০ জন এ্যাথলেট ও ৫০ জন টিম ম্যানেজার/কোচ অংশগ্রহণ করেন। ৬ দিন ব্যাপি এই প্রতিযোগিতা গত ১৪ মার্চ শুরু হয়ে ১৯ মার্চ সমাপ্ত হয়।

কালের আলো/এসবি/এমএম