ভারতকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়
প্রকাশিতঃ 3:39 pm | March 19, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
থাইল্যান্ডের ফুকেটে চলমান এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। চলতি আসরে এই প্রথম সোনার পদক পেল বাংলাদেশ।
শনিবার (১৯ মার্চ) ফাইনালে ভারতকে হারিয়েছে বাংলাদেশি আরচার রোমান সানা-নাসরিন আক্তার জুটি। ফাইনালে প্রতিপক্ষ ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এই আসরে বোঞ্জ পেয়েছে মালয়েশিয়া।
গত শুক্রবার কোয়ার্টার-ফাইনালে রোমান-নাসরিন জুটি ৬-০ সেট পয়েন্টে হারায় স্বাগতিক থাইল্যান্ডের জুটিকে। সেমি-ফাইনালেও ৬-০ সেটে কাজাখস্তানের বিপক্ষে জয় পেয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
এদিকে রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন রোমান সানার সঙ্গী নাসরিন। ফলে আরেকটি সোনা জয়ের আশা রয়েছে নাসরিনের। অবশ্য ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশেরই দিয়া সিদ্দিকী।
কালের আলো/এমএএইচ/জেআর