ব্রাইন চারিকে ফেরালেন মিরাজ

প্রকাশিতঃ 12:10 pm | November 13, 2018

কালের আলো স্পোর্টস:

ঢাকা টেস্টের তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে জিম্বাবুয়ে। মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছেন সফরকারীরা। বাংলাদেশের পক্ষে তৃতীয় আঘাত হেনেছেন মেহেদী মিরাজ। ব্যক্তিগত ৫৩ রান করে হুমকি হয়ে ওঠা ব্রাইন চারিকে ফিরিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার সকালে জিম্বাবুয়ের দ্বিতীয় উইকেটের পতন হয়। নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা ডোনাল্ড ত্রিপানোকে ফেরান প্রথম টেস্টে বাংলাদেশের অন্যতম সফল বোলার তাইজুল।

নিজেদের প্রথম ইনিংসে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের পক্ষে মুমিনুল হক ১৬১ ও মুশফিকুর রহিম ২১৯ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন।

প্রথম টেস্টে পরাজয়ের কারণে সিরিজের ফলাফল বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিক বাংলাদেশের সামনে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।

কালের আলো/পিএম