মনোনয়ন কিনলেন জ্যোতিকা জ্যোতি, বললেন নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত
প্রকাশিতঃ 9:26 pm | November 11, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:
ছোট পর্দা কিংবা চলচ্চিত্র, দু’ভার্সনেই এখন প্রতিষ্ঠিত এক নাম জ্যোতিকা জ্যোতি। দুই পর্দাতেই আলো ছড়ানো এই তারকা এবার ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নৌকার প্রার্থী হতে চান।
এজন্য রোববার (১১ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ‘রাজলক্ষী’ চরিত্রে অভিনয় করা এই নায়িকা।
অবশ্য এই আসনের উপ-নির্বাচনেও আওয়ামী লীগ থেকে প্রার্থী হবার আগ্রহ দেখিয়েছিলেন। মনোনয়নপত্রও কিনেছিলেন। পরবর্তীতে দল মনোনয়ন না দিলেও আসনটিতে নৌকার প্রার্থী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিনের পক্ষে ভোটের মাঠে সক্রিয় ছিলেন।
আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠানেও নিয়ম করে উপস্থিত থেকেছেন গৌরীপুরে। সামাজিক সচেতনতা বিকাশেও দীর্ঘদিন যাবত কাজ করছেন অভিনয়ে দক্ষতার জ্যোতি ছড়ানো এ তারকা।
এবারো মনোনয়ন না পেলে কী করবেন সন্ধ্যায় কালের আলো’র এমন প্রশ্নের জবাবে জ্যোতির উত্তর- ‘আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আওয়ামী লীগের হয়ে কাজ করে যাবো।
নেত্রী যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন তাকে বিজয়ী করতেই বরাবরের মতোই মাঠে থাকবো। নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।’
অভিনয়ের পাশাপাশি মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে আন্দোলনকারীদের মধ্যেও অন্যতম ছিলেন জ্যোতি।
অভিনয় আর ক্যারিয়ারের দিকেই নজর দিতে চেয়েছিলেন ভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কাড়া এই গুণী অভিনেত্রী।
এই বিষয়টিতে তিনি কালের আলোকে বলেন, ‘আমার এলাকার লোকজন, পরিচিতজন এমনকি আমার পরিবারের লোকজনও চায় আমি রাজনীতিতে যুক্ত হই। এলাকার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশা বিশেষ করে তরুণ প্রজন্ম চায় আমি নির্বাচনে প্রার্থী হই। তাদের মতোন আমিও মনে করি আমার নির্বাচনী এলাকায় একজন উপযুক্ত ও যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে।’
জ্যোতিকা জ্যোতির জন্মস্থান ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। পড়াশুনা করেছেন ইংরেজি সাহিত্যে। আর অভিনয়ের হাতেখড়ি পেয়েছেন ময়মনসিংহ নগরীর স্বনামধন্য বহুরূপী থিয়েটার থেকে। ২০০৪ সালে সুন্দরী প্রতিযোগিতা দিয়ে শুরু হয় তার ক্যারিয়ার।
ওই সময় লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন। চার ভাই-বোনের মধ্যে তিনিই বড়। বাবা নিতাই পাল ছিলেন একজন স্কুল শিক্ষক।
২০০৫ সালে জ্যোতি অভিনীত প্রথম চলচ্চিত্র কবরী সারোয়ারের ‘আয়না’। এরপর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত বেলাল আহমেদের ‘নন্দিত নরকে’ এবং তানভীর মোকাম্মেলের ‘রাবেয়া’ ও ‘জীবনঢুলি’।
তার অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ছিল ‘ব্রেক আপ’। ২০১০ সালের শুরুর দিকে তিনি এতে অভিনয় করেছিলেন।
কলকাতার চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন জনপ্রিয় এ তারকা। শরৎচন্দ্রের কালজয়ী চরিত্র শ্রীকান্ত ও রাজলক্ষীকে নিয়ে নির্মিত ‘রাজলক্ষী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষীর চরিত্রে অভিনয় করছেন তিনি।
এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন ওপার বাংলার নামি তারকা ঋত্বিক চক্রবর্তী।
কালের আলো/ওএইচ/এএ