পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন আইজিপি
প্রকাশিতঃ 7:08 pm | January 04, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নিয়োগপ্রাপ্ত ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল-২০২১’ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বিপিএম (বার)।
রাজশাহীতে ৩ জানুয়ারি পর্যন্ত অবস্থান করে লাগাতার পুলিশের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন পুলিশ প্রধান। পরে পুলিশ সদস্যদের সাথে এক প্রীতিভোজে মিলিত হন। সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের মাঝে নিজ হাতে খাবার তুলে দেন আইজিপি। তার এমন আপ্যায়নে পুলিশ সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।
সে আপ্যায়নের দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, খাবার টেবিলে প্লেটে তরকারি তুলে দিচ্ছেন পুলিশ প্রধান।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে প্রথমে রাজশাহী রেঞ্জ পুলিশের পেজে ছবিগুলো আপলোডের পরই তা ছড়িয়ে পড়ে। এর আগে সোমবার (০৩ জানুয়ারি) বিকালে রাজশাহী জেলা পুলিশের ড্রিল শেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন পুলিশ প্রধান। পরে তিনি ফোর্সের সাথে প্রীতিভোজে অংশ নেন। এ সময় তিনি অধঃস্তন পুলিশ সদস্যদের প্লেটে খাবার তুলে দেন।
অধ:স্তন পুলিশ সদস্যদের প্লেটে খাবর তুলে দেওয়ার সেসব ছবি ফেসবুকে শেয়ার করেছেন অনেকেই। যেখানে আইজিপির প্রশংসা করেছেন তারা।

এর আগে এর আগে গত ১ জানুয়ারি সন্ধ্যা ৫টায় রাজশাহী বিমান বন্দরে পৌঁছালে পুলিশ প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র ও রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।
এই অনুষ্ঠান ছাড়াও আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সোমবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজশাহী পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই কাজের উদ্বোধন করেন।
এরপর তিনি আরএমপির নবনির্মিত মালোপাড়া পুলিশ ফাঁড়ি, তালাইমারী পুলিশ ফাঁড়ি, রেশন স্টোর ভবন উদ্বোধন করেন। এছাড়া পুনাক’র উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দেন। একই দিন বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।