প্রধানমন্ত্রীকে সিটি প্রশাসক টিটু’র চাবি উপহার

প্রকাশিতঃ 1:05 am | November 03, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মাইকে তখন দাঁড়িয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দমোহন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি ঘোষণা করলেন, প্রধানমন্ত্রী ময়মনসিংহকে সিটি করপোরেশন দিয়েছেন। প্রথম প্রশাসক পদেও নিয়োগ দিয়েছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সংসদ সদস্য শরীফ আহমেদ এখন প্রধানমন্ত্রীকে চাবি উপহার দিবেন।’

প্রধানমন্ত্রী হাসিমুখে সাবেক মেয়র ও সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ইকরামুল হক টিটু’র উপহার গ্রহণ করলেন।

হাস্যেজ্জ্বল প্রধানমন্ত্রীর সঙ্গে এই সময় শুভেচ্ছাও বিনিময় করে নেন নন্দিত এই সাবেক মেয়র।

কালের আলো/ওএইচ