প্রধানমন্ত্রীর দরজা সব সময় খোলা: ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 3:18 pm | November 02, 2018

কালের আলো প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর সাথে ঐক্যফ্রন্টের দীর্ঘ সাড়ে তিন ঘন্টার আলোচনায় কিছু কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে মুন্সীগঞ্জের দোগাছি পদ্মা সেতু সার্ভিসিং এরিয়া -এক এ ভিজিটিং সেন্টার উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপিসহ তাদের জোটের কারো সভা-সমাবেশের কোন বাঁধা নেই। বলা যায় সব দলের জন্য এখন থেকে সমান সুযোগ থাকবে।

এ সময় মন্ত্রীর সাথে সেতু মন্ত্রণালয়ের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাস, বিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমান সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।